
জিম করবেটে টাইগার সাফারি বন্ধের নির্দেশ
ব্যুরো নিউজ, ৬ মার্চ: টাইগার সাফারি করার অন্যঅম মূল আকর্ষণ উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান। সাফারিতে চেপে জঙ্গলের মধ্যে দিয়ে খুব কাছ থেকে বাঘ মামাকে দেখতে কতই না মজা। কিন্তু এবার বাঘেদের সুরক্ষার জন্যই জিম করবেটে টাইগার সাফারি বন্ধ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দাঙ্গায় সরকারী সম্পত্তি নষ্ট হলে দিতে হবে মোটা ক্ষতিপূরণ বাঘেদের সুরক্ষা দিতে এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের।