চ্যাম্পিয়ন দলের মতই সুপার কাপের অভিযান শুরু করল এটিকে-মোহনবাগান
ইভিএম নিউজ ব্যুরো, ১২ এপ্রিলঃ (Latest News) চ্যাম্পিয়ন দলের মতই সুপার কাপের অভিযান শুরু করল এটিকে-মোহনবাগান। প্রতিপক্ষ গোকুলাম-কেরলকে এদিন ৫-১ গোলে হারাল জুয়ান ফেরান্দোর ছেলেরা। পাশাপাশি ডুরান্ড কাপে হারের বদলাও নিয়ে নিল মেরিনার্সরা। কেরলের মাটিতে গোকুলাম-কেরল এফসিকে হারানো অনেকটা সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের মতোই। দীর্ঘদিন পরে গোলে ফিরলেন জাতীয় তারকা লিস্টন কোলাসো। গোটা আইএসএলেই গোলের সন্ধানে হাঁকপাঁক করতে হয়েছিল