মহাজাগতিক বিস্ময় ! ভেঙে পড়া সূর্যের অংশ নাসার ক্যামেরায়
ইভিএম নিউজ ব্যুরো, ১১ ফেব্রুয়ারিঃ এক বিরল মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী থাকলো নাসা। এই প্রথমবার সূর্য থেকে একটা অংশ ভেঙে পড়ছে আচমকাই এবং তা ধরা পড়ল নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপে। ওই টেলিস্কোপে সূর্যকে পর্যবেক্ষণের সময় হঠাৎ দেখা গেল সূর্যের উত্তর প্রান্ত থেকে হঠাৎই একটি গনগনে জ্বলন্ত খন্ড ছিটকে বেরিয়ে আসছে এবং তারপর ওই খন্ডটি সূর্যের চারদিকে দ্রুত ঘুরপাক খাচ্ছে। ফলে