
গরমে শান্তির ঠিকানা: দার্জিলিঙের মনোরম লেক ও ঝরনার হাতছানি!
ব্যুরো নিউজ ১৩ জুন: গরমের ছুটিতে পাহাড় মানেই দার্জিলিং। তবে শুধু টাইগার হিল আর চা-বাগান নয়, দার্জিলিং পাহাড়ে রয়েছে এমন কিছু ঝরনা ও লেক, যেগুলো এখনও অনেকেরই অজানা। যেখানে গেলে প্রকৃতি আপনাকে সত্যিই নতুন প্রাণ দেবে। চলুন, এই গরমে ঘুরে আসি দার্জিলিঙের এমনই কিছু অফবিট লেক ও ঝরনার ঠিকানা থেকে, যেখানে প্রকৃতির স্নিগ্ধ স্পর্শ আপনাকে মুগ্ধ করবে। ১. রক গার্ডেন