গরম থেকে রেহাই পেতে বারবার সাবান দিয়ে স্নান করছেন? অজান্তেই নিজের ত্বকের ক্ষতি করছেন না তো?
ব্যুরো নিউজ, ১৫ জুন : গরমে নাজেহাল কমবেশি সকলেই। গরম থেকে একটু রেহাই পেতে অনেকেই বারবার সাবান মেখে স্নান করেন। এতে গায়ের ধুলো ময়লা দূর হয়, সঙ্গে একটু ফ্রেশ ভাবও আসে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন গরমে বারবার ক্ষার যুক্ত সাবান ব্যবহার করে আদৌ নিজের ত্বকের কোন ক্ষতি করছেন না তো? উত্তরবঙ্গে ট্যুর প্লান! কিন্তু ধস-বিপর্যয়ের কারনে প্ল্যান চেঞ্জ? শেষ