গরমের সময় যে যে কারণে খাদ্য তালিকায় লিচু রাখবেন
শর্মিলা চন্দ্র, ৯ জুন : যেকোনো মরশুমি ফল কিন্তু স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী। গ্রীষ্মকালে আম, জাম কাঁঠালের পাশাপাশি কিন্তু জায়গা করে নেয় লিচু। এই ফল যেমন রসালো তেমন সুস্বাদুও বটে। সাধারণত সব বয়সের লোকেরাই এই ফল খেতে পারেন। গ্রীষ্মকালে এই ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু যথেষ্ট উপকারী। এখন দেখে নেওয়া যাক এই ফলের স্বাস্থ্য উপকারিতা কী কী রয়েছে- ফ্রিজে খাবার