আত্মহত্যা করতে গিয়েও রাখল হরি, মরা হল না প্রদীপের
মাধব দেবনাথ, নদীয়া, ২৩ ফেব্রুয়ারিঃ দুয়ারে যমরাজের দূত এলে মৃত্যু হতে কতক্ষণ লাগে? কয়েকমুহূর্তের বেশি নিশ্চয়ই! কিন্তু ওই যে বলে না, রাখে হরি মারে কে? তা সেই প্রবাদটাই নিজের জীবন দিয়ে টের পেলেন, নদীয়ার শান্তিপুর চুনারীপাড়ার বাসিন্দা, পেশায় তাঁতশ্রমিক প্রদীপ ঘোষ। গলায় মাফলারের ফাঁস দিয়ে, সিলিং ফ্যানে সেই ফাঁসের আরেকটা দিক আটকে, ঝুলে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রায় এক