আদালতের লকআপ থেকে বেরোতে গিয়ে পিছলে গেল পা, আচমকাই পড়ে গেলেন সুদীপ্ত সেন
ইভিএম নিউজ ব্যুরো, ৩ মার্চঃ দেখতে দেখতে পেরিয়ে গেল প্রায় দশবছর। একসময়ের ঝাঁ চকচকে চেহারাটা, এখন বয়স আর নানা শারীরিক অসুস্থতায় কার্যত মলিন। সেইসঙ্গে চিট ফান্ডের কয়েকহাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে জেলবন্দী দশা, আপাদমস্তক শরীরে এনে দিয়েছে, একটা ভেঙেপড়া ভাব। দীর্ঘ অবকাশের মাঝে মাঝে আদালতে যাওয়ার পথে ক্যামেরায় ধরা পড়েন তিনি সারদাকর্তা সুদীপ্ত সেন। সাংবাদিকদের কোনও কথার কোনও জবাব দেন