
Malda : ১২ বছর বয়সী খুদে অধ্যাপক সুবর্ণ আইজ্যাক বারি মালদা কলেজে, জ্ঞান বিতরণ করে মুগ্ধ করলেন সকলকে
ব্যুরো নিউজ ২৯শে আগস্ট ২০২৫ : মালদা কলেজে বুধবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল, যখন বিশ্বখ্যাত ১২ বছর বয়সী বিস্ময় বালক অধ্যাপক সুবর্ণ আইজ্যাক বারি কলেজে বক্তৃতা দিতে এলেন। তার অসাধারণ মেধা ও জ্ঞানের গভীরতায় মুগ্ধ হলেন শত শত শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাবিদ। এই খুদে অধ্যাপকের ভূমিকা সত্যি কৌতূহলের সঞ্চার ঘটায় সুবর্ণ আইজ্যাক বারির বক্তৃতা নিউ ইয়র্ক-ভিত্তিক এই বাঙালি বংশোদ্ভূত