
সনাতন বিরোধী মন্তব্যেই কাল! সুপ্রিম কোর্টে স্টালিনকে ‘তীব্র ভর্ৎসনা’
ব্যুরো নিউজ, ৪ মার্চ: ২০২৩ সালের সেপ্টেম্বরে এক সম্মেলনে নিজের করা মন্তব্যের দরুন বিতর্কে জড়ান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পুত্র উদয়নিধি স্টালিন। সেখানে উদয়নিধি স্টালিন বলেন, সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচার এবং সাম্যের বিরোধী। তাই এর নির্মূল করা প্রয়োজন বলে মন্তব্য করেন। পাশাপাশি সনাতন ধর্মকে তিনি ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের সঙ্গে তুলনা করেন তিনি। তার এই মন্তব্যে সরব হয় বিজেপি-সহ হিন্দুত্ববাদী দল ও সংগঠনগুলি।