কিনতে কি চান লাখ টাকার হীরের পেন ?
ইভিএম নিউজ ব্যুরো, ১৮ এপ্রিলঃ কথায় আছে একটি কলমের জোর একটি তলোয়ারের থেকে অনেকবেশি। আর একটি পেন দিয়ে নাকি গাড়ি, বাড়িও কেনা সম্ভব। শুনে অবাক হচ্ছেন তো? একদমই ঠিক শুনেছেন। আর এই পেনের দামে অত্যাধুনিক চার চাকার গাড়িও কেনা হয়ে যাবে। শুনে ভাবছেন কত দাম হতে পারে ওই পেনটির? পেনটির দাম ৭ লক্ষ ৭৭ হাজার টাকা। আর এটির নির্মাতা স্ট্যাডলার