শ্রদ্ধা কাণ্ডের জের এবার শিলিগুড়িতে
স্ত্রী’র ধড় থেকে মাথা আলাদা করে খালের জলে ভাসিয়ে দিল স্বামী । পুলিশি জেরায় স্ত্রী’কে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত স্বামী । হাড় হিম করা ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রেণুকা খাতুন (২৯ )। রেণুকার স্বামী মহম্মদ আনসারুলের পেশায় একজন রঙের মিস্ত্রী। তাদের এক সন্তানও রয়েছে। মাসখানেক আগে রেণুকা শিলিগুড়ির কলেজ পাড়ায় বিউটিশিয়ান কোর্সে ভর্তি