গোয়েন্দা বেলুনের কোন কার্যকারিতা কি সত্যিই আছে? কিভাবে কাজ করে গোয়েন্দা বেলুন?
ইভিএম নিউজ ব্যুরো,২৪ ফেব্রুয়ারিঃ আকাশে অনেক উঁচুতে একটা বিন্দু। খালি চোখে তার অস্তিত্ব বোঝা প্রায় অসম্ভব। সেনাবাহিনীর রাডারে ধরা পড়ে অবশ্যই। বিমান বা হেলিকপ্টারও স্পষ্ট দেখতে পায়। আসলে এইসব বেলুন কোনো সাধারণ বেলুন নয়। নজরদারি বেলুন। বা আরো গোদা বাংলায় বললে, গোয়েন্দা বেলুন। কিন্তু এই আধুনিক যুগে, কৃত্রিম উপগ্রহর যুগে বেলুন দিয়ে গোয়েন্দাগিরি? ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে বেলুন