
চারের গেরোই এবারের প্যারিস অলিম্পিক্স
ব্যুরো নিউজ,৯ আগস্ট: ২০২৪ এর প্যারিস অলিম্পিক্সে এখনো পর্যন্ত ভারতের পদক সংখ্যা মোট পাঁচটি।অর্থাৎ ভারতের ঝুলিতে মোট চারটি ব্রোঞ্জ এবং একটি রুপোর প্রাপ্তি হয়েছে।২০২০ অলিম্পিক্সে অর্থাৎ টোকিও অলিম্পিক্সে ভারতের মোট পদক সংখ্যা ছিল ৭। তার মধ্যে ছিল একটি সোনা, দুটো রুপো এবং চারটি ব্রোঞ্জ। এবছর অলিম্পিকে একটাও সোনার পদকপ্রাপ্তি ঘটেনি। তারই সাথে সাথে পদক সংখ্যার নিরিখেও এবারের অলিম্পিক্সে পিছিয়ে ভারত।























