নিজের সন্তানকে খুন করে নিজের দেহ লুকিয়ে রাখল মা
ইভিএম নিউজ ব্যুরো, ২৫ জুনঃ (Latest News) প্রবাদ আছে, ‘কু- সন্তান যদিও হয়, কু-মাতা কভু নয়’। কিন্তু একথা সব ক্ষেত্রেই সত্যি নয়। দক্ষিণ কোরিয়ায় ঘটে যাওয়া এক পাশবিক ঘটনার কথা শুনলে আপনারও তাই মনে হবে। দক্ষিণ কোরিয়ায় দুই নবজাতককে হত্যা করে বছরের পর বছর ধরে তাদের লাশ ফ্রিজে রাখার অভিযোগ উঠেছে এক মা-এর বিরুদ্ধে। গয়েঙ্গি নাম্বু (Gyeonggi Nambu) প্রাদেশিক পুলিশের