আবারও ট্রলার দুর্ঘটনা , সমুদ্রে বিলীন হল এক টন ইলিশ
ইভিএম নিউজ ব্যুরো, অগাস্টঃ (Latest News) ইলিশ নিয়ে উপকূলে আসার সময় আবারও বঙ্গোপসাগরে ডুবে গেল ইলিশ বোঝাই ট্রলার। অন্যান্য মৎস্যজীবী ট্রলারের সহযোগিতায় উদ্ধার হল ১৭ জন মৎস্যজীবী। গত ২৯ শে জুলাই কাকদ্বীপের অক্ষয় নগরের ১৭ জন মৎস্যজীবীকে নিয়ে বঙ্গোপসাগরের রূপলি শস্যের খোঁজে পাড়ি দেয় এফবি প্রসেনজিৎ নামে একটি ট্রলার। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হতে পারে সেই মতনই সমস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্ক