বাঁধা নয় মরণ ব্যাধি, চার হাত এক হল এইড্স আক্রান্ত যুগলের
ইভিএম নিউজ ব্যুরো, ১৩ ফ্রেব্রুয়ারিঃ বেজে উঠল শাঁখ, উলুধ্বনি, সানাইয়ের সুর। আলোয় ঝলমলে সুসজ্জিত মণ্ডপ।লাজে রাঙা নববধূর মুখ। আর পাঁচটা বিয়ের মতো রীতি ও প্রথা মেনে বিয়ে হলেও, এই বিয়ে যথেষ্টই আলাদা। ভালবাসার সপ্তাহে চার হাত এক হল সোনারপুরের এক এইচআইভি পজিটিভ যুগলের। জীবনযুদ্ধে একে অপরকে বেছে নিয়েছে এই যুগল। পাত্রী দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের সুনীতা যাদব আর পাত্র উত্তর