সমস্ত প্রতিকুলতার কাছে হার মানল সখিনার অদম্য ইচ্ছাশক্তি
ইভিএম নিউজ, ২৪ ফেব্রুয়ারিঃ শেখার কোনও বয়স নেই। ইচ্ছাশক্তিই আসল। আর সেটাই প্রমাণ করে দিলেন মুর্শিদাবাদের বছর ৩০-এর সখিনা খাতুন । সমস্ত প্রতিকুলতা পেরিয়ে তিনি আজ মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে নির্ঘণ্ট অনুযায়ী পরীক্ষা দিতে আসেন সখিনা। মুর্শিদাবাদের চোঁয়া গ্রামের বাসিন্দা সখিনা। প্রায় চার বছর ধরে দুই ছেলেমেয়েকে নিয়ে চোঁয়া এলাকারই হরিহর পাড়ায় এক ব্রাহ্মণ পরিবারে রয়েছেন। সখিনার