
সুপ্রিম পথে ওয়েটিং লিস্টে থাকা এসএলএসটি চাকরি প্রার্থীরা
লাবনী চৌধুরী, ৩০ এপ্রিল : সুপ্রিম কোর্টে যাচ্ছেন ওয়েটিং লিস্টে থাকা এসএলএসটি চাকরি প্রার্থীরা। ১ হাজার ১৪২ দিন ধরে লাগাতার ধর্না। দাবি ওই একটাই, হকের চাকরী। কিন্তু সেই চাকরী মিলবে কিভাবে? অষ্টমবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু কাঠখড় পেড়িয়ে, দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত সপ্তাহেই এসএসসি মামলার রায় দেয় কলকাতা হাই কোর্ট। আর সেখানেই ২০১৬-এর সম্পূর্ণ প্যানেল বাতিল