
স্বজনদের ‘বাড়ি’ দিতে প্রভাব খাটিয়েছেন অঞ্চল সভাপতি, হাতিয়েছেন দলীয় টাকা, ক্ষুব্ধ কর্মীদের ভাঙচুর দলীয় অফিসে
রাহুল কর্মকার, সিমলাপালঃ একদিকে নিয়োগ দুর্নীতির কাঁটা। অন্যদিকে ‘আবাস’ কেলেঙ্কারির খোঁচা। অভিযোগের এই জোড়াফলায় বিদ্ধ রাজ্যের শাসকশিবিরে, ফের নতুন অশান্তি। না বিরোধী দলের কোনও ষড়যন্ত্র নয়। এবার জেলায় জেলায় দলেরই একশ্রেণীর মাঝের আর নীচের সারির নেতার দুর্নীতির অভিযোগে, প্রকাশ্যেই ক্ষোভ জানাতে শুরু করেছেন দলের নীচুতলার কর্মীরা। কোথাও কোথাও সেই ক্ষোভের জেরে রীতিমতো হিংসাত্মক সংঘর্ষ আর ভাঙচুরের ঘটনাও ঘটছে। পঞ্চায়েত নির্বাচনের