
‘দু মুখো সাপ’ সহ চোরাপাচারকারি গ্রেফতার
ইভিএম নিউজ ব্যুরো, ২১ শে ফেব্রুয়ারিঃ লোকসমাজে খুবই প্রচলিত একটি শব্দ হল ‘দু মুখো সাপ’। এবার এই ‘দু মুখো সাপ’ পাচারকারিকেই হাতেনাতে ধরল বৈকুন্ঠপুর ডিভিশনের বেলাকোবা বন দফতরের আধিকারিকরা। গোপনসুত্র মারফৎ খবর পেয়েই শিলিগুড়ি থেকে সেই পাচারকারী দলকে আটক করে বন দফতর আধিকারিকরা। কি এই দু মুখো সাপ? উত্তরপ্রদেশের মেরঠের হস্তিনাপুর থেকে গড়মুক্তেশ্বর সংলগ্ন জায়গায় ‘দু মুখো সাপ’-এর বসবাস। এই