
‘একটি গাছ একটি প্রাণ’- কথাটি বাস্তবায়িত করলেন শ্যামসুন্দর পালিওয়াল
ইভিএম নিউজ ব্যুরো, ২২ জুনঃ(Latest News) কন্যা সন্তান জন্মালেই রোপণ করা হয় ১১১ টি চারা গাছ। কোথায় পালিত হয় প্রথা জানেন? রাজস্থানের পিপলান্ত্রি গ্রামে। ভারতের বিভিন্ন জায়গায় কন্যা ভ্রূণ হত্যার মতো পাশবিক ঘটনার কথা হরদম শোনা যায়। সেখানে সম্পূর্ণ বিপরীত ছবি ধরা দিয়েছে রাজস্থানের একটি ছোট্ট গ্রাম পিপলান্ত্রিতে। জানা যায়, এই গ্রামে একটি কন্যা সন্তান জন্মালেই ১১১ টি চারা গাছ