
ফের শেফালী,শ্বেতার ব্যাটিং আস্ফালন
শেফালী বর্মার নেতৃত্বে অনূর্ধ্ব উনিশ ভারতীয় মেয়েদের বিজয় রথ এগিয়ে চলেছে। বিশ্বকাপ ক্রিকেটে শেফালীদের ফের জয়।অধিনায়ক শেফালী এবং সতীর্থ ওপনার ও সহ অধিনায়ক শ্বেতা শেরাওয়াতের দুরন্ত ব্যাটিং-এ ভর করে উইমেন্স ব্লু ব্রিগেড ১২২ রানের বিশাল ব্যাবধানে হারাল সংযুক্ত আরব আমিরশাহীকে। প্রথম ম্যাচে ভারত জিতেছিল আয়োজক দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ২১৯ রান