
সুদিন ফুরিয়েছে উলুবেড়িয়ার শাটল ককের, ভরসা বিদেশি হাঁসের পালক
ইভিএম নিউজ ব্যুরো: পুল্লেল্লা গোপিচাঁদ, পিভি সিন্ধুদের কি তবে দুর্দিন শুরু হল! ব্যাডমিন্টন খেলার সবচেয়ে প্রয়োজনীয় যে শাটল কক, সেই শিল্পের উৎপাদনে সাম্প্রতিক অধোগতির তথ্য সামনে আসার পর, এমনই জল্পনা শুরু হয়েছে বাংলা তথা ভারতের ক্রীড়াজগতে। হাওড়া জেলার যে উলুবেড়িয়া শহর একসময় শাটল কক উৎপাদন আর রফতানির জন্য গোটা দেশে প্রসিদ্ধ ছিল, সেখানেই এখন কারিগর আর উৎপাদনে ভাটার টান। যার





















