
মহানন্দায় উঠে আসা কচ্ছপকে বন দফতরের হাতে তুলে দেওয়ার আবেদন সোশ্যাল মিডিয়ায়
ইভিএম নিউজ ব্যুরো, ৬ মেঃ শিলিগুড়ির মহানন্দা নদীতে একটি কচ্ছপ পাওয়াকে ঘিরে ঘোর দুশ্চিন্তায় এক ব্যক্তি। নাম উপেন বর্মন। ঘটনার বিবরনে জানা গিয়েছে, মহানন্দা নদীতে জল বাড়ার ফলে একটি কচ্ছপকে ভেসে থাকতে দেখেন চম্পাসারীর সমরনগর বটতলার গঙ্গা মন্দির সংলগ্ন বাসিন্দা উপেন বর্মন।নদীতে ভাসতে দেখে উনি কচ্ছপটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। নিয়ে গিয়ে তিনি সংবাদ মাধ্যমের কর্মীদের সাথে যোগাযোগ করেন।