
Durga Puja : তিনশো বছরের ঐতিহ্য নিয়ে আজও অমলিন শেওড়াফুলি রাজবাড়ির দুর্গাপূজা
ব্যুরো নিউজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ : প্রায় তিনশো বছর ধরে নিজের অনন্য ঐতিহ্য, রীতিনীতি ও সংস্কৃতি আঁকড়ে ধরে রয়েছে শেওড়াফুলি রাজবাড়ির দুর্গাপূজা। অন্যান্য দুর্গাপূজার সাধারণ রীতিনীতির সঙ্গে এই পূজার কোনো মিল নেই। এর বিশেষত্ব দূর-দূরান্ত থেকে ভক্তদের আকর্ষণ করে এবং রাজ্য পর্যটনের মানচিত্রে এটি একটি মর্যাদাপূর্ণ স্থান করে নিয়েছে। এই পূজার সূচনা করেন শেওড়াফুলির জমিদার মনোহর রায়, যার জমিদারি বর্ধমান
 
				

 
								 
								 
								









 
								
 
								 
								







