
কোচবিহারের মাথাভাঙ্গার ঘটনায় সোচ্চার শুভেন্দু
ব্যুরো নিউজ,৫ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে “রাত দখলে” সামিল হয়েছিল গোটা রাজ্যবাসী ।জুনিয়র চিকিৎসকদের ডাকে আলো নিভিয়ে প্রতিবাদ চলল গোটা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। এবং তার মধ্যেই একটা গা শিউরে ওঠা ঘটনা ঘটে গেল কোচবিহারের মাথাভাঙায়। কি হয়েছিল মাথাভাঙ্গায়? ৪ সেপ্টেম্বর রাতে কোচবিহারের মাথাভাঙায় প্রতিবাদে নেমেছিলেন শিল্পী থেকে সাহিত্যিকরা। রাস্তায় লেখা হয়েছিল justice for Rg Kar .প্রতিবাদ চলাকালীন