
হাঙ্গর রেঁধে খসল ১৫ লক্ষ!
ইভিএম নিউজ ব্যুরোঃ আজকাল মানুষের নতুন এক ট্রেন্ড। বাড়িতে রেঁধেই হোক বা বাইরে কোনও রেস্তোরাঁয় বানানো খাবার খেয়ে সোশ্যাল মিডিয়ায় দর্শকের মধ্যে প্রচার করা অর্থাৎ ব্লগ চ্যালেনের মাধ্যমে খাবারের প্রচার করা। নিজেকে সকলেই চান নতুন ভাবে তুলে ধরতে। তাই বলে শেষমেশ কি না হাঙ্গর! ঠিকই শুনেছেন -লুপ্তপ্রায় হাঙ্গর রান্না করে খাওয়ার অপরাধে ১৫ লক্ষ টাকা জরিমানা হল চিনের এক ব্লগারের।