
Sharjeel Imam : দিল্লির CAA দাঙ্গা মামলায় উমর খালিদ, শারজিল ইমামের জামিন নাকচ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ শারজিল।
ব্যুরো নিউজ ০৮ সেপ্টেম্বর ২০২৫ : মঙ্গলবার দিল্লি হাইকোর্ট ২০২০ সালের ফেব্রুয়ারির দাঙ্গার ‘বৃহত্তর ষড়যন্ত্র’ মামলায় অভিযুক্ত অ্যাক্টিভিস্ট উমর খালিদ, শারজিল ইমাম এবং আরও সাতজনের জামিন আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি নবীন চাওলা এবং শালিন্দর কউরের একটি ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। একই সঙ্গে শারজিল ইমাম, উমর খালিদ, মহম্মদ সেলিম খান, শিফা উর রহমান, আথার খান, মীরান হায়দার, আবদুল খালিদ