
আর্থিকভাবে দুর্বল মহিলাদের নামাতেন দেহব্যবসায়, গ্রেফতার মধুচক্রের মক্ষীরানি
ইভিএম নিউজ ব্যুরো, ২৫ মার্চঃ দীর্ঘদিন ধরেই চালাচ্ছিলেন মধু চক্রের ব্যবসা।অভাবের সুযোগ নিয়ে এই চক্রের সঙ্গে জড়িয়ে দিয়েছিলেন অনেক মহিলাকেই।পুলিশের নজর এড়াবার জন্য পালটে ছিলেন নিজের নামটাও। কিন্তু শেষ রক্ষা হলনা।অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন এই চক্রের মূল পাণ্ডা ললিতা বর্মন। এলাকার বেশিরভাগ মানুষ তাকে চেনেন চন্দনা নামেই। বৃহস্পতিবার দুপুর থেকেই গোপন সুত্র মারফৎ খবর পেয়ে ওই মহিলার ওপর নজরদারি