
Indigo Airlines service disaster : আকাশপথে চরম নৈরাজ্য: ইন্ডিগোর ফ্লাইট লাগাতার বাতিল, মেয়ের স্যানিটারি প্যাডের জন্য আকুতি বাবার
ব্যুরো নিউজ, ০৫ই ডিসেম্বর ২০২৫ : অসামরিক বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো (IndiGo)-তে পাইলটের অভাবজনিত কারণে দেশজুড়ে ব্যাপক বিমান বাতিলের ঘটনায় হাজার হাজার যাত্রী এই মুহূর্তে চরম দুর্ভোগের শিকার। গত চারদিন ধরে দেশের প্রধান বিমানবন্দরগুলিতে এই পরিষেবা বিপর্যয় চলছে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মতো বিমানবন্দরগুলিতে যাত্রীরা দীর্ঘ বিলম্ব, ফ্লাইট বাতিল, লাগেজ হারানো এবং কোনো স্পষ্ট তথ্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ




















