
Seikh Sahajahan:’স্বর্গের’ প্রথম রাত নিদ্রাহীন
ব্যুরো নিউজ, ৭ ফেব্রুয়ারি: গত এক যুগ তিনি নিজেকে ভেবেছিলেন, সম্রাট শাহজাহান। চারপাশটা সাজিয়েছিলেনও সেভাবেই। মাথায় ঝাড়বাতি, একাধিক বিলাসবহুল গাড়ি, চার পকেট বোঝাই টাকা, গায়ে সোনার গয়না। সবসময় চারপাশে লেঠেল বাহিনী। আর সর্বোপরি মাথার ওপর বাংলার দুই ক্ষনিকের রানী ও যুবরাজের হাত। অতএব তাকে দেখে কে? ইডি কর্তাদের মাথা ফাটানোর পরও টানা ৫৩ দিন সাহস দেখিয়েছিলেন। বুকে বল ছিল, ‘দিদি


















