
চাল দানার থেকেও ছোট পেসমেকার! কীভাবে কাজ করবে এই জাদু প্রযুক্তি?
ব্যুরো নিউজ,১৮ এপ্রিল: বিজ্ঞানীরা সম্প্রতি বিশ্বের সবচেয়ে ছোট পেসমেকার আবিষ্কার করেছেন, যা এতটাই ছোট যে, একটি চালের দানার থেকেও ছোট এবং সহজেই একটি ইনজেকশন সিরিঞ্জের মধ্যে প্রবাহিত হতে পারে। এই যুগান্তকারী আবিষ্কারটি নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা করেছেন এবং তাদের গবেষণাপত্রটি সম্প্রতি বিখ্যাত বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচার এ প্রকাশিত হয়েছে। শান্তির মুখোশে লুকানো উত্তেজনার আগুন: কী বললেন মুখ্যমন্ত্রী? সহজে বসানো যাবে, গলে যাবে