
সিবিআই-এর হাজিরা এড়ালেও মুখ্যমন্ত্রীর সভায় শওকত মোল্লা!
ব্যুরো নিউজ, ৩০ মে : কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লাকে তলব করেছিল সিবিআই। মঙ্গলবারই সিবিআই-এর দেওয়া চিঠি পৌঁছে ছিল তাঁর কাছে। বুধবার তাঁর হাজিরার দিন থাকলেও সেই হাজিরা এড়ান শওকত মোল্লা। যদিও তাঁর হাজিরা এড়ানোর জন্য হাতিয়ার করছেন রেমালকে। তাঁর দাবি তিনি নাকি রেমালে ক্ষতিগ্রস্ত সুন্দরবনবাসীর সাহায্যের কাজে ব্যস্ত। সেই কারণে





















