
গঙ্গা ভাঙন রোধের কাজ চলতে চলতেই নতুন করে জল প্রকল্পের পাশে বড়সড় ফাটল, আতঙ্কে এলাকাবাসী
মাধব দেবনাথ, নদিয়া ১৬ মার্চঃ একদিকে চলছে, গঙ্গা ভাঙন রোধের কাজ। এরই মাঝে আবার নতুন বিপত্তি। ফের গঙ্গার পারে বড় ফাটল দেখা দিয়েছে। তাই ওই এলাকায় বসবাসকারী মানুষদের কপালে চিন্তার ভাঁজ। বুধবার সকালে গঙ্গার পাড়ে বড়সড় ফাটল লক্ষ্য করে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, গঙ্গা ভাঙন রোধের কাজ যখন চলছে তাহলে ফাটল কিভাবে তৈরি হয়? যদিও কাজে অনেকটাই গাফিলতি হচ্ছে বলে অভিযোগ