
সমলিঙ্গ বিবাহে স্বীকৃতি দিল থাইল্যান্ড, স্বামী-স্ত্রী নয়, ম্যারেজ পার্টনার
ব্যুরো নিউজ, ২০ জুন: সমলিঙ্গ বিবাহে স্বীকৃতি দিল থাইল্যান্ড। এবার আর সমলিঙ্গ বিবাহে রইল না বাধা। মিলল স্বীকৃতি। দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে ইতিহাস গড়ল থাইল্যান্ড। থাইল্যান্ডের সেনেট আইনি স্বীকৃতি দিল সমলিঙ্গ বিবাহে। বায়ুমন্ডলে দূষণ বাড়াচ্ছে ইলন মাস্কের স্টারলিঙ্ক স্যাটেলাইট! আরও বাড়বে দূষণের মাত্রা! কি বলছেন গবেষকরা? থাইল্যান্ডের সেনেটে পাশ হল বিল। তবে বিল পাশ হলেও এখনও বাকি রাজা মহা বাজিরালংকর্ণের স্বাক্ষর।





















