
বাংলার বড়নগর গ্রাম পেল দেশের সেরা পর্যটন গ্রামের তকমা
ব্যুরো নিউজ,২০ সেপ্টেম্বর:বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির মধ্যে আরও একটি পালক যুক্ত হলো। কারণ মুর্শিদাবাদের বড়নগর গ্রাম দেশের সেরা পর্যটন গ্রামের তকমা পেল। বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই সুখবরটি প্রকাশ করেন তার এক্স হ্যান্ডেলে। তিনি জানান, জিয়াগঞ্জ ব্লকের এই ছোট্ট গ্রামটি ভারত সরকারের পর্যটন মন্ত্রকের কৃষি-পর্যটন প্রতিযোগিতায় ‘সেরা পর্যটন গ্রাম’ হিসাবে নির্বাচিত হয়েছে। লেবাননে ভয়াবহ পেজার বিষ্ফোরণ;সন্ত্রাসের নতুন চেহারা