
শুভমনকে ঘিরে উসকে উঠল গুঞ্জন
সারাবছরই বলি থেকে টলি সর্বত্রই বিয়ের গুঞ্জন চলে। আর খেলার মাঠের সঙ্গে রুপোলি পর্দার জগতের সম্পর্কটা আজকের নয়। কার্যত সেই নবাব পতৌদি – শর্মিলা ঠাকুর থেকে বিরুষ্কা। সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এবার শুভমন গিলের বিশ্ব রেকর্ড সহ ডবল সেঞ্চুরির পরেই ফের গুঞ্জন শুরু হয়েছে শুভমন ও সচিন তনয়া সারা তেন্ডুলকরের সম্পর্ককে ঘিরে। তাঁর এই পারফরমেন্সে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্বের সঙ্গে