
তিমি পাঠিয়ে গোয়েন্দাগিরি – রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ, অস্বীকার করলো মস্কো
ইভিএম নিউজ ব্যুরো, ৩০ মেঃ (Latest news) তিমি পাঠিয়ে গোয়েন্দাগিরি – রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ, অস্বীকার করলো মস্কো ২০১৯ সালে প্রথম তিমিটিকে দেখা গিয়েছিল নরওয়ের ফিনমার্ক উপকূলে। তখনই গুজব ছড়িয়েছিল, হার্নেস লাগানো বেলুগা তিমিটি আসলে রাশিয়ার গুপ্তচর। পুতিনের দেশের নৌবাহিনী নাকি বিশেষ প্রশিক্ষণ দিয়ে পাঠিয়েছিল সেটিকে। তারপর বেশ কয়েক বছর দেখা মেলেনি তার। সম্প্রতি ফের সুইডেনের উপকূলে দেখা মিলেছে সেটির। তারপরেই