
জুন-জুলাইয়ে মার্কেটে লঞ্চ হতে চলেছে Royal Enfield Guerrilla 450 মোটর বাইক! জেনে নিন দাম
ব্যুরো নিউজ, ১২ মে: রয়্যাল এনফিল্ড গেরিলা 450 শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানিটি সম্প্রতি বাইকটির প্রথম রাইড টেস্টের জন্য আমন্ত্রণ পাঠিয়েছে যা জুলাই মাসে হতে চলেছে। রয়্যাল এনফিল্ড এবং প্রথম রাইডের অভিজ্ঞতার কাছাকাছি সময়ে লঞ্চের সময় তাদের সম্পর্কে জেনে, গেরিলা 450 জুনের শেষের দিকে বা জুলাইয়ের মাঝামাঝি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। কর্মী নিয়োগ করেছে ব্যাঙ্ক




















