
অবশেষে ED দফতরে হাজিরা দিলেন ঋতুপর্ণা, চলছে জিজ্ঞাসাবাদ
ব্যুরো নিউজ, ১৯ জুন : এই মাসের প্রথম থেকেই ED -র নজরে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিকবার ED দফতরে হাজিরা দেওয়ার ডাক পড়েছে অভিনেত্রীর। তবে গত দুবারের তলব এড়ালেও এবার হাজিরা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। খুন নাকি আত্মহত্যা? আইআইটির ছাত্রের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি আজ ১৯ জুন হাজিরার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই মত বুধবার হাজিরা