
সবুজ শক্তি খাতে, অর্থায়নে IREDA-এর প্রতিশ্রুতি: ২০০০ কোটি টাকার বেশি তহবিল সংগ্রহ
ব্যুরো নিউজ ১৩ জুন: ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে অর্থায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড (IREDA)। সম্প্রতি, IREDA একটি কোয়ালিফাইড ইনস্টিটিউশনস প্লেসমেন্ট (QIP) এর মাধ্যমে ২০০০ কোটি টাকার বেশি (২,০০৫.৯০ কোটি টাকা) সফলভাবে সংগ্রহ করেছে। বুধবার নব ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক (MNRE) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে, যা দেশের পরিচ্ছন্ন শক্তি অর্থায়নে IREDA-এর আর্থিক শক্তি