
রথের দিন হঠাৎ করে পাড়ায় বেজে উঠল দুর্গা পুজার আগমনী ? কেন জানুন ।
ব্যুরো নিউজ ২৭ জুন: আজ পবিত্র রথযাত্রা। সনাতন ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উৎসবটি কেবল জগন্নাথ দেবের রথ টেনে উদযাপন করা হয় না, পশ্চিমবঙ্গে এর সঙ্গে জড়িয়ে আছে দুর্গাপূজার আগমনী বার্তা। পুরী, মাহেশ এবং ইসকনের মতো বড় মন্দিরের পাশাপাশি রাজ্যের প্রতিটি মন্দির ও বনেদি বাড়িতে যখন রথযাত্রা পালিত হচ্ছে, তখনই এর হাত ধরে শুরু হয়ে যায় বাঙালির সবচেয়ে বড় উৎসব