
নক্ষত্র রাশিদের প্রশংসায় পঞ্চমুখ শিল্পীকূল
ব্যুরো নিউজ, ১০ জানুয়ারি: নক্ষত্র রাশিদের প্রশংসায় পঞ্চমুখ শিল্পীকূল শাস্ত্রীয় সঙ্গীতের অনন্য প্রতিভা রাশিদ খান আমাদের ছেড়ে চলে গেছেন ২৪ ঘণ্টা আগে, আর সেই সঙ্গে শোকের ছায়া ভারতের সমস্ত সঙ্গীত প্রেমীদের মধ্যে। সরোদ বাদক উস্তাদ আমজাদ আলী খান বলেছেন, রাশিদ ছিল দেবদত্ত প্রতিভার অধিকারী। নিজেই একটা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছিল। আজ আমরা শকে ডুবে আছি। দেশ এক অনন্য প্রতিভাদহ শিল্পীকে হারালো।