
প্ল্যান মাফিক ডাকাতি! জড়িয়ে পুলিশ?
ব্যুরো নিউজ, ৩১ আগস্ট: প্ল্যান মাফিক ডাকাতি! জড়িয়ে পুলিশ? টিভির পর্দায় তখন ব্রেকিং নিউজ। রাণাঘাটে এক সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। গুলি বিনিময় পুলিস আর ডাকাতের। অবশ্য তার আগেই লোকমুখে খবর ছড়িয়ে পড়েছে পাড়ায় পাড়ায়। ফেসবুকের বিভিন্ন ভিডিও ক্লিপিংসে তখন ডাকাতদের গুলি চালনার দৃশ্য। হাড়হিম করা সে দৃশ্য। বিদ্যুৎ গতিতে ঘটনাস্থলে রানাঘাটের পুলিস। ডাকাত ধরতে মরিয়া পুলিস। বাংলার পুলিস। রানাঘাট থানার