
মেকআপের জাদুতে জীবন্ত রামলালা!
ব্যুরো নিউজ, ২০ মার্চ: এ যেন সাক্ষাৎ জীবন্ত রামলালা। রামলালার আবাহন আসানসোলের বুকে। এবার আদৌ কি হবে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্তোৎসব? মেকআপের জাদুতে রামলালাকে জীবন্ত করে তুলেছেন শিল্পী। শিল্পীর এই হাতের কাজ মুহূর্তের মধ্যে চমকে দেবে আপনাকে। প্রথম দেখায় মনে হবে অযোধ্যা থেকে রামলালার মূর্তি তুলে আনা হয়েছে শহরের বুকে। কিন্তু তা নয়। নিজের শিল্পী স্বত্বা দিয়ে একটু একটু করে সাজিয়ে