
অযোধ্যার রাম মন্দিরের পর এবার তৈরি হতে চলেছে সীতা মন্দির! কোথায় হবে এই মন্দির?
পুস্পিতা বড়াল, ২২ মার্চ: এবার তৈরি হতে চলেছে সীতা মন্দির। অযোধ্যার রাম মন্দিরের পর উত্তর বিহারের সীতামারিতে তৈরি করা হবে এই মন্দিরটি। ধর্মপ্রাণ হিন্দুরা এই স্থানটিকেই সীতার জন্মস্থান হিসেবে বিশ্বাস করেন। বিহার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ৫০ একর জমি অধিগ্রহণ করে সীতা মন্দির তৈরি করা হবে এই এলাকাতে। কেজরিওয়ালই কি প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেফতার হলেন? সীতা মন্দির তৈরির অন্যতম মূল উদ্যোক্তা