
অযোধ্যার উন্নতিতে আপ্লুত মসজিদ পক্ষের মামলাকারী | মোদীর ওপর করলেন পুষ্পবৃষ্টি
ব্যুরো নিউজ, ৩১ ডিসেম্বর: অযোধ্যার উন্নতিতে আপ্লুত মসজিদ পক্ষের মামলাকারী | মোদীর ওপর করলেন পুষ্পবৃষ্টি শনিবার অযোধ্যায় রেলস্টেশন ও বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রোড শো করেন তিনি। সেই সময় তাঁর উপর পুষ্প বৃষ্টি করতে দেখা যায়। অযোধ্যা জমি বিতর্কের অন্যতম মামলাকারী ইকবাল আনসারিও ছিলেন সেখানে। অন্যান্য অযোধ্যাবাসীদের মতই তিনিও রাস্তার পাশে দাড়িয়ে মোদীকে স্বাগত জানান, প্রধান্মন্ত্রীর ওপর