
Rakhi Bandhan : বিজেপি আমলে ছত্তিশগড়ে রাখি বন্ধন উৎসব পালন নক্সাল খ্যাত বাস্তারে ! বদলে যাচ্ছে জীবনের ধারা প্রযুক্তি ও নিরাপত্তার মেলবন্ধনে ।
ব্যুরো নিউজ ১১ আগস্ট ২০২৫ : একসময়ের মাওবাদী অধ্যুষিত বাস্তার এখন তার পরিচিতি বদলে ফেলছে। এই অঞ্চলের আবুঝমাদে নিযুক্ত বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) জওয়ানরা অত্যন্ত উৎসাহের সঙ্গে পবিত্র রক্ষা বন্ধন উৎসব উদযাপন করেছেন। সরাইকেল্লা জেলার সোনপুর সদর দপ্তর এবং ডোনডরিবেদা, হোরাদি, গাদাপা ও কান্দুলনার ক্যাম্পে এই উৎসব পালিত হয়। এই উপলক্ষে, স্থানীয় এলাকার বহু মানুষ জওয়ানদের হাতে রাখি পরাতে এবং