
দশ লাখ টাকার প্রতারণা! গ্রেফতার রাখি সাবন্তের স্বামী
ইভিএম নিউজ ব্যুরোঃ মায়ের চিকিৎসার টাকা প্রতারণা করেছে স্বামী আদিল। রাখির উপর তিনি দিনের পর দিন চালিয়েছেন মানসিক এবং শারীরিক নির্যাতনও। এমনই চাঞ্চল্যকর অভিযোগে স্বামী আদিল দুর্রানির বিরুদ্ধে মুম্বইয়ের ওসিওয়ারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন আদিলের স্ত্রী তথা অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় এফআইআর রুজু হয়। মঙ্গলবার সকালেই পুলিশ হেফাজতে নেন আদিল দুর্রানিকে। ক্যামেরার সামনে কেঁদে